সংকেত কি বুঝতে পেরেছে আওয়ামী লীগ
- আপডেট সময় : ০৩:৫২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪ ৪১৬ বার পড়া হয়েছে
অবশেষে কারফিউ জারি করা হলো। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে নামানো হলো সেনাবাহিনী। বৃহস্পতিবারের পর শুক্রবার ঢাকা সহ সারাদেশে যে তান্ডব হয়েছে তার প্রেক্ষিতে সরকারের সামনে কোন বিকল্প ছিলো না। শিক্ষার্থীদের কাছ থেকে স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির এই আন্দোলন ছিনতাই করে। যেভাবে সরকারী স্থাপনা গুলো আক্রমণ করা হয়েছে, জ্বালিয়ে দেয়া হয়েছে তা মধ্য যুগীয় পৈশাচিকতা। যারা বাংলাদেশের অস্তীত্ব বিশ্বাস করেনা, এদেশের অগ্রযাত্রায় যারা ঈর্ষান্বিত, এটি তাদের পক্ষেই করা সম্ভব। এটা কোন আন্দোলন না রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ। এটি কঠোর ভাবে দমন করতেই হবে। কিন্তু পরিস্থিতি এমনটি হবার কথা ছিলো না। কেন এমন সংকটময় পরিস্থিতি সৃষ্টি হলো?
কেন টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ এরকম একটি জটিল সংকটের মুখোমুখি। বর্তমান পরিস্থিতি ২০১৩ সালে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি-জামায়াতের আন্দোলন, ২০১৪ সালের আগুন সন্ত্রাস অথবা গত বছরের বিরোধীদলের এক দফা আন্দোলনের চেয়েও ভয়াবহ। এমনকি-২০১৮ সালের কোটা আন্দোলন কিংবা নিরাপদ সড়ক আন্দোলনের চেয়েও এবারের আন্দোলনের ব্যাপ্তি ও অনেক বেশী। বৃহস্পতিবার থেকে এটি আসলে বাংলাদেশ বিরোধী আন্দোলনে পরিণত হয়। মেট্রোরেলে হামলা, এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে হামলা, বিটিভিতে আগুন ইত্যাদি সবই ৭১ এর বর্বরতার সাথে তুলনীয়। সরকারি স্থপনা এবং উন্নয়নের স্মারক অবকাঠামো গুলোতে আগুন লাগানো হয়েছে। এসব কোন ঘটনার পেছনেই শিক্ষার্থীরা ছিলো না। সন্ত্রাসী ভাড়া করে দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এই আন্দোলন স্বাধীনতা বিরোধীদের নিয়ন্ত্রণে। ঢাকা শহরে বিভিন্ন জেলা থেকে প্রায় ৫ লাখ শিবির ছাত্রদল, যুবদলের কর্মীরা এলো। সরকারের বিভিন্ন সংস্থা কি করলো? এরকম একটি পরিস্থিতি সৃষ্টিতে তাই ক্ষমতাসীনদের ব্যর্থতাও কম নয়। আওয়ামী লীগের বোঝা উচিত ছিলো যেকোন আন্দোলন খারাপ দিকে মোড় নিতে লাগে এক মুহূর্তে। আওয়ামী লীগ তার জন্মের পর থেকে আজ পর্যন্ত রাজপথে যত আন্দোলনে সফলতা অর্জন করেছে তার সবগুলোতে অগ্রভাগে ছিলো শিক্ষার্থীরা। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু টানা ক্ষমতায় থাকার ফলে অতি আত্ম বিশ্বাস, অতি অহংকারের কারণে আওয়ামী লীগ সবকিছুকে তুচ্ছ করেছে। সবকিছুকে উপেক্ষা করার এক সংস্কৃতি তৈরি হয়েছে আওয়ামী লীগের কিছু নেতা-কর্মীদের মধ্যে। আওয়ামী লীগের এমন এক হাইব্রীড প্রজন্ম তৈরি হয়েছে যারা মিছিল করেনি, আন্দোলন করেনি, পুলিশের মার খায়নি তারা পরিপাটি বাবু। এরা জনবিচ্ছিন্ন। রাজনীতি মানে এদের কাছে নিজেদের আখের গোছানো। সবচেয়ে খারাপ যে প্রবণতাটি তৈরি হয়েছে পুরো আওয়ামী লীগে তাহলো শেখ হাসিনার দিকে তাকিয়ে থাকা। তিনি সবকিছু করবেন এমন একটি আশায় আওয়ামী লীগের নেতারা যথেচ্ছাচার করেন। কেউ অনৈতিক সুবিধা আদায় করেন, কেউ দুর্নীতি করেন, কেউ লুটপাট করেন, কেউ নিজের আখের গোছাতে ব্যস্ত থাকেন। ইদানিং আওয়ামী লীগের একটি বড় অংশ ভাবতে শুরু করে তারা অক্ষয়, অবিনশ্বর। চিরকাল ক্ষমতায় থাকবে। কিন্তু এই আন্দোলন ক্ষমতাসীনদের একটি কঠিন সংকেত দিলো। এই আন্দোলনের ধাক্কায় আওয়ামী লীগ কি তার ভগ্ন দশা দেখতে পেরেছে? আওয়ামী লীগ কি সতর্ক বার্তাটা বুঝতে পেরেছে?
কোটা সংস্কার আন্দোলন থেকে আওয়ামী লীগ যে সতর্ক বার্তা পেল তার মধ্যে অন্যতম হলো দ্রুত সরকারকে আমলা নির্ভরতা থেকে সরে আসতে হবে। এই সংকটে আমলারা ছিলেন নির্লিপ্ত, নিরাপদ দূরত্বে। হঠাৎ আমলা বাবুরা কেতা দূরস্থ নিরপেক্ষ হয়ে গেছেন। আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগ হয়ে ওঠা আমলারা রাজনৈতিক সরকারের পাশে থাকেনি। কোন সহযোগিতাও করেনি। আমলাদের সুবিধাবাদী চেহারা দেখা যাচ্ছে উৎকটভাবে। সংকটে ভোল পাল্টাতে এদের যে এক মুহূর্ত সময় লাগেনি। শুধু আমলা কেন আওয়ামী লীগের ১৫ বছর শাসনামলে সুবিধাভোগী অনেকেই ভোল পাল্টে ফেলেছেন মুহূর্তেই। শুধু বড় আমলারা নন জেলা উপজেলায় ছোট বাচ্চা আমলারও অনেকে নিরপেক্ষ মুখোশ পরেছেন। এক শিক্ষক দেখলাম ফেসবুকে বলেছেন, তিনি নাকি ছাত্রলীগের কাউকে পাঠদান করাবেন না। ভালো কথা। তার ঠিকুজী ঘাটতে গিয়ে দেখলাম, আওয়ামী লীগ আমলেই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া এই শিক্ষিকের চৌদ্দ গোষ্ঠী বিএনপি করে। দুর্নীতির মাধ্যমে এভাবেই ‘রাজাকার’ আর বিএনপিকে লালন করেছে আওয়ামী লীগের কেউ কেউ। শো বিজের যে সব তারকারা মন্ত্রী এমপিদের গা ঘেঁষে সেলফি তুলেছেন, তারা এখন ফেসবুকে লম্বা স্ট্যাটাস দিচ্ছেন। কোটা সংস্কারে বিপ্লব দেখছেন। সরকারকে নসিহত দিচ্ছে। গত ১৫ বছরে যেসব রাজাকারের বাচ্চা, সুবিধাবাদী মতলববাজরা সুযোগ সুবিধা নিয়েছেন এখন তারা জাতির বিবেক বনে গেছেন। কোটা আন্দোলন রাজাকার পুনঃউত্থানের আন্দোলনে রূপ নেয়। এতে রাজাকারের বংশ এবং মনস্তাত্বিক রাজাকাররাও যুক্ত হন। শিক্ষার্থীরা যে অরাজনৈতিক আন্দোলনের সূচনা করেছিল, তা স্বাধীনতা বিরোধী আন্দোলনে রূপ নেয়।
কোটা নিয়ে পুরো প্রক্রিয়াটিতেই শুরু থেকে আমলাদের একটি বিতর্কিত ভূমিকা ছিলো। ভুল পরামর্শ দিয়েছিলো। বিশেষ করে ২০১৮ সালে এক সাথে সব কোটা বাতিল করে দেয়াটা ছিলো সংবিধানের মৌলিক চেতনার পরিপন্থি। সেই সময় আমলারাই সরকারকে পরামর্শ দিয়েছিলেন ‘ মাথা ব্যাথায় মাথা কেটে ফেলে’ সমস্যার সমাধানের জন্য। আর সেকারণেই সমস্ত কোটা বাতিল হয়েছিলো। তখন আমলারা কেন কমিশন গঠনের সুপারিশ করেনি? আমলাতান্ত্রিক পরামর্শে প্রস্তুতকৃত পরিপত্রটি নিয়ে রিট পিটিশনটি ছিলো একটি যৌক্তিক আবেদন। কারণ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা না করলেও এই রিট পিটিশন হয়তো ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, নারীরা বা পিছিয়ে পরা জনগোষ্ঠী করতেই পারতো। এখন শিক্ষার্থীরা সব কোটা বাতিলের কথা বলছে না। সংস্কারের দাবি করেছে। আমলারা এভাবেই সরকারকে প্রতিনিয়ত বিভ্রান্ত করছে, ভুল পরামর্শ দিচ্ছে। বিশেষ করে পেনশন স্কিম নিয়ে সংকট আমলাদের সৃষ্টি। এই সংকট আওয়ামী লীগকে জানিয়ে দিলো সরকার পরিচালনায় রাজনীতিবিদদের ড্রাইভিং সীটে বসতে হবে। আমলাতান্ত্রিক নির্ভরতায় হোঁচট খেতে হবে।
কোটা সংস্কার আন্দোলনের থেকে আরেকটি যে সতর্ক বার্তাটি হলো, ছাত্রলীগকে এখনই থামাতে হবে। ছাত্রলীগের বাড়াবাড়ি নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিলো নানা কথাবার্তা। ছাত্রলীগের সীমাহীন ঔদ্ধত্য বিভিন্ন জায়গায় তাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, কমিটি বাণিজ্য, পদ বাণিজ্য ইত্যাদি নিয়ে অনেক আলোচনা-সমালোচনা। বিভিন্ন স্থানে তাদের অপকর্মের ফিরিস্তি নিয়ে বিস্তর চর্চা হয়েছে। কিন্তু তারপরও ছাত্রলীগকে সরকার সামাল দেয়নি। আওয়ামী লীগের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ছাত্রলীগ। এবার কোটা আন্দোলনে ছাত্রলীগের ছেলেরা যেভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পিটুনি খেয়েছে তা নজীরবিহীন। ২০০১ সালে দেশের সব বিশ্ববিদ্যালয়ের হল দখল করে ছাত্রদলও ছাত্রলীগকে এভাবে পেটানোর সাহস পায়নি। ছাত্রলীগ তার ইতিহাসে এরকম লজ্জা জনক অবস্থানে কখনো পড়েছে কিনা আমার জানা নেই। আর এটির কারণ হলো ছাত্রলীগ সম্পর্কে সাধারণ শিক্ষার্থীদের নেতিবাচক ধারণা। সহজ সরল ভাষায় বললে বলা যায়, শিক্ষার্থীদের মধ্যে ছাত্রলীগ সম্বন্ধে একটি ঘৃণা তৈরি হয়েছে। আর এই ঘৃণা বোধ থেকেই শিক্ষার্থীরা ছাত্রলীগকে প্রতিহত করেছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে। এটি অন্যায্য, এটি অন্যায়। বিভিন্ন ছাত্রলীগের নেতার সাথে যে বর্বরোচিত আচরণ করা হয়েছে আমি তার সমালোচনা করছি। কিন্তু এটাও সত্যি এটি একদিনে তৈরি হয়নি। এই ঘটনার মাধ্যমে আওয়ামী লীগ যদি ছাত্রলীগে শুদ্ধি অভিযান করে, ছাত্রলীগকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয় সেটি হবে সবচেয়ে ভালো কাজ। এই আত্মশুদ্ধির মাধ্যমে আওয়ামী লীগ হয়তো একটি নতুন পরিশুদ্ধ ছাত্রলীগের নবযাত্রা শুরু করতে পারবে। এঘটনার আরেকটি দিক হলো ছাত্রলীগের ভেতর অনুপ্রবেশকারী এবং হাইব্রিডরা। যারা সুযোগ সন্ধানী, সুযোগ পেলেই যারা দল ত্যাগ করে, মতলববাজি করে। আন্দোলনের মাঝপথে অনেক ছাত্রলীগ পদত্যাগ করার ঘটনা নজিরবিহীন। ছাত্রলীগের যে আদর্শের চর্চা হয় না। এঘটনাগুলো তার প্রমাণ। ছাত্রলীগকে ঢেলে সাজানোর বার্তা দিলো এই সংকট।
কোটা সংস্কার আন্দোলনে আওয়ামী লীগের ভঙ্গুর সাংগঠনিক অবস্থা ফুটে উঠেছে। আওয়ামী লীগ যে পুলিশ এবং প্রশাসন ছাড়া অক্ষম, রাজপথে দাঁড়ানোর যোগ্যতা রাখে না কোটা সংস্কার আন্দোলনে তা দগ্ধ ঘাঁ এর মতো করে ফুটে উঠেছে। আওয়ামী লীগের এরকম ভগ্ন দশা আগে কখনো ছিলো কিনা আমার জানা নেই। কোটা আন্দোলনে যখন জামায়াত-শিবির-ছাত্রদল রাজপথে বেরিয়ে এসেছে তখন আওয়ামী লীগের সুবিধাবাদী মতলববাজরা সটকে পড়েছে। কিছু নেতা-কর্মী রাস্তায় গিয়ে ছাত্র শিবির আর ছাত্র দলের হাতে মার খেয়েছে আর কেউ কেউ পালিয়ে গেছে। ঢাকা মহানগরীতে আওয়ামী লীগের কিন্তু অযোগ্য, অর্থলোভী নেতা ছাড়া যে আর কিছু নেই তা প্রমাণিত হয়েছে। ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রাম করার মতো নেতা-কর্মীর সংকট এবার সংকটে দৃশ্যমান। নির্বাচনের আগে থেকেই আওয়ামী লীগে বিভক্তি ছিলো। টানা ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগের মধ্যে বিভক্তি প্রকট আকার ধারণ করেছে। আওয়ামী লীগের নেতারাও স্বীকার করেছেন যে, আওয়ামী লীগের ভেতর কোন্দল থামেনি। নিজেরা নিজেরা কোন্দল করা আওয়ামী লীগের যে একটি নিয়মিত ব্যাপার হয়ে দাড়িয়েছে। এর ফলাফল কি হতে পারে কোটা সংস্কার আন্দোলনে ক্ষমতাসীনদের বেহাল দশা তার একটি উদহারণ মাত্র। দলকে কোন্দল মুক্ত করে ত্যাগী পরীক্ষিতদের রাজপথে লড়াই করতে পারে এমন কর্মীদের সামনে না আনলে সামনে দলটির সংকট আরো বাড়বে।
কোটা সংস্কার আন্দোলনের আরেকটি বিষয় সুস্পষ্ট হয়েছে। বন্ধুহীন হয়ে পড়েছে আওয়ামী লীগ। ৭৫ বছর পার করা মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলটির পাশে কেউ নেই। আওয়ামী লীগের সঙ্গে বুদ্ধিজীবীদের সম্পর্ক নেই। যেসমস্ত টেলিভিশন, সংবাদ পত্র, মিডিয়া প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে চাটুকারিতায় মুখরিত হন তারাই সরকারের বিরুদ্ধে সানাই বাজিয়েছে। শো বিজের সুন্দরীরা হঠাৎ কোটার জন্য হাহাকার করছেন। যেসমস্ত লেখক, বুদ্ধিজীবীরা এটা-সেটা পাওয়ার আশায় সরকারের সঙ্গে প্রতিনিয়ত দেন-দরবার করেন তারা নিরপেক্ষ হয়ে গেছেন। যেসমস্ত আমলারা আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগ হয়ে গিয়েছিলেন তারা একেবারে নির্বাক, নিশ্চুপ হয়ে পাথরের মূর্তির রূপ ধারণ করেছেন। নিরপেক্ষ হয়ে ঘটনা যাচাই বাছাই না করেই সরকারকে আসামীর কাঠগড়ায় দাঢ় করিয়েছে। সবকিছু মিলিয়ে কোটা সংস্কার আন্দোলনে সবার অবস্থান ছিলো অনেকটাই গা বাঁচিয়ে চলার মতো। পুলিশ, প্রশাসন কেউই সরকারের জন্য উজাড় করে দিয়ে দায়িত্ব পালন করেনি। আওয়ামী লীগের আদর্শিক জোট সঙ্গীরা দূরে থেকে তামাশা দেখছে। শুক্রবার রাতে প্রধানমন্ত্রী গণভবনে ১৪ দলের নেতাদের নিয়ে বৈঠক করেন। তার আগে অভিমান দূরে রেখে ১৪ দলের নেতাদের সক্রিয় দেখা যায়নি। এতো একা কবে ছিলো আওয়ামী লীগ? বন্ধুহীন আওয়ামী লীগকে বন্ধুত্বের হাত বাড়াতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তির ঐক্যে নেতৃত্ব দিতে হবে আওয়ামী লীগকেই।
ছাত্র শিবির এই আন্দোলনের নেটওয়ার্ক তৈরি করেছিলো। এই আন্দোলনটি আসলে ছাত্র শিবিরের গর্ভজাত একটি সন্তান । আর সেকারণেই কোটা সংস্কার আন্দোলন প্রমাণ করে দিয়েছে যে, বিরোধী দলকে যতোই অবজ্ঞা করা হোক, তুচ্ছ তাচ্ছিল্য করা হোক বিশেষ করে স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনো শক্তিশালী । যেকোন সময় তারা ডাল পালা মেলতে পারে। বাংলাদেশে ৭৫’র পর থেকে রাজাকারের যে রক্তবীজ রোপিত হয়েছে তা এখন মহীরুহের মতো সারাদেশে ছড়িয়ে পরেছে। এবং এদের প্রতিহত করার জন্যই যে সাংস্কৃতিক চেতনা এবং মনোজাগতিক উৎকর্ষতা অর্জন করানো দরকার ছিলো তা করতে পারেনি টানা ক্ষমতায় থাকা আওয়ামী লীগ। আওয়ামী লীগে সংস্কৃতির চর্চা নেই, মুক্তিযুদ্ধের চেতনার কথা মুখে বলে জনবিরক্তির কারণ তৈরি করা হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে প্রস্ফুটিত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন অঙ্গনে যে মেধা ও মননে আবহ তৈরি করা দরকার সেটি করতে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে। হেফাজতের পরামর্শে পাঠ্য পুস্তক প্রণয়ন, মুক্ত চিন্তাকে বাঁধা দানের প্রবণতার ফলে ধর্মান্ধতা ও প্রতিক্রিয়াশীলতাকে প্রচ্ছন্ন পৃষ্ঠপোষকতা প্রদান করা হয়েছে। আর একারণেই রাজাকারের বংশধরদের উত্থান ঘটেছে। স্বাধীনতা বিরোধী অপশক্তি এখন সারাদেশে জাল বিস্তার করেছে। বিএনপিকে নিয়ে যে তুচ্ছ, তাচ্ছিল্য আওয়ামী লীগের নেতারা করেছে এই ঘটনায় তা ভুল প্রমাণিত হয়েছে। সবকিছু মিলিয়ে কোটা সংস্কার আন্দোলন আওয়ামী লীগকে একটি বড় ধাক্কা দিয়েছে। কিন্তু তার চেয়ে বড় কথা আওয়ামী লীগের জন্য একটি সতর্ক বার্তা দিয়েছে। আওয়ামী লীগ যদি এই সতর্ক বার্তা অনুধাবন করতে পারে তাহলেই তাদের মঙ্গল।
সৈয়দ বোরহান কবীর, নির্বাহী পরিচালক, পরিপ্রেক্ষিত
ই-মেইল: poriprekkhit@yahoo.com










